গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যান কার্যালয়
১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ
কুতুবদিয়া, কক্সবাজার
www.uttardhurungup.comবিজ্ঞপ্তি নং : ১৪
তারিখঃ ২৪ /০৪ /২০২৪ইং
অতিশীঘ্রই অনলাইনে হোল্ডিং নাম্বার নিবন্ধন করার প্রসঙ্গে। ইউনিয়ন পরিষদে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন। সুষ্ঠু ও সুন্দর সেবা নিন ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।
বিজ্ঞপ্তী
এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখনো যারা হোল্ডিং নাম্বার অনলাইনে নিবন্ধন করেন নাই এবং হোল্ডিং ট্যাক্সের বকেয়া টাকা পরিশোধ করেন নাই - কয়েকদিনের মধ্যে ইউনিয়ন থেকে আপনার হোল্ডিং নাম্বার নিবন্ধন করে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন। হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার ফলে যে সুবিধা পাবেন তা হলো: পাসপোর্ট ইস্যু, ওয়ারিশ সনদ, সকল প্রকার প্রত্যয়ন/সনদ, ট্রেড লাইসেন্স, বিয়ের রেজিষ্টেশন, ড্রাইভিং লাইসেন্স প্রদান, ভোটার তালিকা প্রনয়ন, ব্যাংক হিসাব খোলতে,জমি রেজিষ্টেশন, ভাতা প্রাপ্তি, বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি , আরো সরকারি ও ব্যসরকারি প্রতিষ্টানের সুযোগ সুবিধা গ্রহনের ক্ষেত্রে ইত্যাদি কাজে । এবং যারা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করছেন তাদের ধন্যবাদ ও আপনাদের দেওয়া হোল্ডিং প্লেটের কিউ আর কোড স্ক্যান করে দেখতে পারবেন আপনার হোল্ডিং নাম্বারে পরিশোধিত টাকা জমা হয়েছে কি-না । আবারো জানানো যাচ্ছে যে এখনো যারা হোল্ডিং নাম্বার অনলাইনে নিবন্ধন করেন নাই অতি দ্রুত ( জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নিয়ে সাথে চলমান মোবাইল নাম্বার দিয়ে ইউনিয়ন থেকে অনলাইনে নিবন্ধন করে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে রশিদ সংগ্রহ করুন।
অনুরোধ ক্রমে-