logo

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চেয়ারম্যান কার্যালয়

১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ

কুতুবদিয়া, কক্সবাজার

www.uttardhurungup.com
বিজ্ঞপ্তি নং : ১০
তারিখঃ ০৩ /০৩ /২০২৪ইং

"ইউনিয়ন পরিষদ হলে স্মার্ট, সেবা পাবে তাৎক্ষণাত" - সৌজন্য : হৃদয় কান্তি দে

 
 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য
                                                                        
             স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানো জন্য "সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ " ব্যবসা প্রতিষ্টানের - সকল সেবা নাগরিকের হাতের মোটোই করতে হবে - ফলে নাগরিক ঘরে বসে আবেদন, প্রিন্ট, যাচাই, সহজে করতে পারবে।
 
ইউনিয়ন পরিষদ এর সকল কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসা এবং ইউনিয়ন পরিষদ এর বাৎসরিক আয় বৃদ্ধি করাই আমাদের  কাজ । এই সিস্টেম ব্যবহার এর মাধ্যমে একজন চেয়ারম্যান পুরো ইউনিয়ন সহজে মনিটরিং করতে পারবেন এবং ইউনিয়ন থেকে প্রদানকৃত সেবা আরো সহজলভ্য হবে জনগণের কাছে।
 
ঘরে বসে সকল সেবা পেতে আমাদের সফটওয়্যারের সিস্টেমটি খুবই কার্যকর। সকল নাগরিকের দ্রুত, নির্ভেজাল এবং জবাবদিহিতামূলক সেবা প্রদানের নিশ্চয়তায় আমাদের সফটওয়্যার এর মূল লক্ষ্য।
                               
 
 
“ সুতারাং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য  আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা  ’’
 
 
 
 
                                                     
 
 
 
আব্দুল হালিম সিকদার
চেয়ারম্যান
১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ
কুতুবদিয়া, কক্সবাজার।